Artcell

Rupok (Ekti Gan)

শিরোনামঃ রুপক(একটি গান)
কন্ঠঃ লিংকন
কথাঃ রুম্মান
ব্যান্ড: আর্টসেল
অ্যালবাম: অন্য সময়

(আমাদের সবার লেখার, কথার, গানের যে শব্দ,
ভাষার যে উপমা, সব কেড়ে নিয়ে যে রুপক চিরতরে
হারিয়ে গেছে অদেখা স্বর্গে, তার স্মরণে রুপক আজ
একটি গান-আর্টসেল)

মনের ভিতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
নেশার মতন থমকে থাকে
ক্লান্ত এ জীবন
ধ্বংস স্মৃতির পাড়ে বসে আমার আহ্বান
দুঃখ ভুলে নতুন করে
লিখছি তোমার এ গান
মিছিল ভাঙা নির্জনতায় দাঁড়িয়ে একা
আলোর নিচের অন্ধকারে স্মৃতির দেখা
চার দেয়ালের শব্দগুলো এখন শুধুই ছাই
মেঘের ঢাকা শহরটাতে তুই কেবল নাই
মনের ভেতর ভাঙা গড়ার
আদিম আয়োজন
শূন্যতায় ডুবে থাকে আমার সারাক্ষণ
নিয়ম ভাঙ্গার মগজ জুড়ে এখন শুধুই ছক
তেপান্তরের নির্বাসনে হারিয়ে গেছে রুপক
মনেই যুদ্ধ আমার নিজের সাথে লড়ি
স্মৃতির দেয়াল ছুঁয়ে হাজার মূর্তি গড়ি
চোখের দেখায় যা দেখি
আর হয়নি যা দেখা
অভিমানের নদীর তীরে
দাঁড়িয়ে থাকি একা
ভুল জন্মে কষ্ট আমার লেখার আপোষে
অদেখা এক স্বর্গ ভাসে অচেনা আকাশে
মনের ভেতর যুদ্ধ এখন
আমার সারারাত
অন্ধকারের কোলাহলে ধরেছি
তোমারই হাত
একলা ভীষণ আমার ঘরে
স্মৃতির হাহাকার
আলোয় চাইছি নিভিয়ে দেব
মলিন অন্ধকার
মনের ভিতর যুদ্ধ চলে আমার সারাক্ষণ
মহাকালে মিলিয়ে গালি হঠাৎ কখন