Another Bad Creation

Parents

শুরু যখন
প্রথম দেখা
আবেগ সব
জমিয়ে রাখা
দোষী মন
তোমাকে চাওয়ার।
নেই কি আজ
কিছুই পাওয়ার।।

আমার দেখা
স্বপ্ন গুলো
নির্বাক মনে
রয়ে গেল
অসময়ে, অকারনে
স্মৃতির উকি
জাগে মনে
আজ তোমার
থেকে দুরে
ডেকেছি
নির্বাক সুরে
বন্ধি খাচায়
পেরেক ঠুকে
আছো চার

দেয়াল জুরে।

কেদেছি
একাই
দারিয়ে
পথে
সময়ের ব্যবধানে

তুমি দুরে
বহু দুরে

তোমায় ভেবে শৈশব কেটেছে
দিন রাত শুধু এই মন
তোমায় ভেবেছে।
কোথায় তুমি ভালবাসা শিখিয়ে
ভালবাসি আজও সব
বাধা পেরিয়ে।
হারালে তুমি আধার অন্ধকারে
ভালবাসে মন কাল ভালবেসেছে যারে।
মনে কি পরে স্বপ্ন দেখা এক সাথে
একা আরালে বসে কেদেছি সেই রাতে।
সেই দিন চলে গেছ
জানি ফিরবে না,
পাশ থেকে চলে গেলেও জানি
চিনবে না।
তবু স্বপ্ন দেখা আজও ছাড়ি নি
তোমায় পাওয়ার আশা আজও হারি নি।
সে বৃষ্টি ভেজা রাতে

দেখেছি আরাল হতে
কাদি আজও বসে

তোমার আঘাতে

আজও প্রার্থনা শুধু তোমায় নিয়ে
আজও আছি অপেক্ষায় তোমার পথ চেয়ে।

কেদেছি একাই
দারিয়ে পথে
সময়ের ব্যবধানে
তুমি দুরে, বহু দুরে

শুরু যখন
প্রথম দেখা
আবেগ সব
জমিয়ে রাখা
দোষী মন
তোমাকে চাওয়ার।
নেই কি আজ
কিছুই পাওয়ার।।
Stream naživo