Anupam Roy

Bandhu Chol

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল... রোদ্দুরে...
মন কেমন... মাঠজুড়ে...
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

ফুটকড়াই, অ্যান্টেনা, হাফ চিঠি, হাফ প্যাডেল
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল...
সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল... বলটা লে.
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা অই ঘাসে
তোর টিমে তোর পাশে

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাংতারা
সাদাকালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল...
বন্ধু চল... বলটা লে.
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে

তা রা রা রে.
তা রা রা রে.
তা রা রা রে.
তা রা রা রে.
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
মম্ হমম্ হমম্.
বন্ধু চল
বন্ধু চল. বলটা লে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল.রোদ্দুরে
মন কেমন... মাঠজুড়ে...
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
মম্ হমম্ হমম্ হমম্
তোর পাশে
মম্ হমম্ হমম্ হমম্
তোর পাশে
Stream naživo