Anupam Roy

Ektai Porichoy

আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত

এ শরীরে একদম রক্ত নেই আমার

তোর আমার একটাই পরিচয়
দুজনেরই কাঁচা অভিনয়
দুজনের শব্দের অপচয়
তোর আমার একটাই পরিচয়
দুজনেরই ধরা পড়ার ভয়
দুজনের ভুলে ধুলোময়।

কিছু বিশাল কালো রাত
আমি মেঝেতেই কুপোকাত
হয়ে পাখার মতো চক্রাধারে ঘুরি
তোর কালোর মেলার দিন
আজ শুন্য রেলিং
আমি পাথর হয়ে যাই পুরোপুরি

আজকাল আমি প্রায় সারা সকাল প্যারালাইজড…
Stream naživo