Anupam Roy

Ghawrkuno Ghash

মুখ বদল
ভাঙা আড্ডার জমছে হীম
আর এই ঠান্ডা ঘর ভালুক জ্বর
ডাকছে আবার খেলবি চল
যথারীতি এই সন্ধ্যে কাক
ডানা মোছে ক্লান্ত দিন
মৃত্যুহীন
পড়ে থাক অবাক
কেউ চায় না দলছুট শূণ্য হোক
এই বাস্তব সব্বাই আঁকড়ে থাক
রঙ চাইছে আয় তাই মাখবো রঙ
যেখানে...
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে
আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন

বন্ধুরা
জড়ো হয়ে থাকে আলাদা
দূরদেশে চিঠি আসে
অবকাশে
আড্ডা মানে বদলে যাক
লং টিউনের তফাতে
তাও এও ক্যামেরা রাত
তোর শান্ত হাত
দেখা তোর সাথে
কেউ চায় না দলছুট শূণ্য হোক
এই পিছুটান সব্বাই আঁকড়ে থাক
রঙ চাইছে আয় তাই মাখবো রঙ
যেখানে...
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে
আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন
ঘরকুনো ঘাসের রঙ
রোদমুঠো রুমালের রঙ
জল সবুজ জানে
আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন

Lyrics Provided By @SShanto33
Stream naživo