Anupam Roy

Rajprasader Bondee

রাজপ্রাসাদের বন্দীগুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি
হালকা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসে বছর গুনেছি
এ অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই
বাড়তে থাকে রক্তচাপের ১০৪ এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়

এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়
শুনছি রাজা আমার মত বলেই
সারাজিবন পাচ্ছে এত ভয়
ভালোবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার
ধর্ম বিজ্ঞান অনেক হোলো অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার
বাড়তে থাকে রক্তচাপের ১০৪ এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়

Lyrics Provided By @SShanto33