Artcell

Chera Akash

চেরা আকাশ
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শুন্যতায়
একা একা তবু দুরের দুরত্ব ভেঙ্গে
সকল স্মৃতির চেরা মেঘ থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
সরব শব্দ সুরে অরব শুন্যতা ভাঙ্গে
মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথী গড়ে
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেছে থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু একে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেধে
সময় দাড়ায় শরীর ঘেষে
নিমর ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে যুদ্ধ আসে
মানুষ মুখোশ অগোচরে
আলো দিয়ে ছায়া আঁকে
ছায়ার বর্ণমালা ছায়ার কোরাস এ
যুদ্ধ আসে যুদ্ধ আসে
কাটাতারে চেরা আকাশ বিধে আছে
স্বপ্ন জুড়ে কে মৃত্যু একে রাখে? ...

aoly
Stream naživo