Artcell

Dukkho Bilash

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত… নিও সাজিয়ে
আমি বড় অসহায়… অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসে নি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।।

এত দিনেও আজও আমি একা
মনে শুধু যে শূন্যতা
আধারে যত ছড়াই আলো
শুধু আধারে মিলায়
ও যে কোথায় হারাল
ব্যাথা কাকে যে শুধাই
Stream naživo