Bangla

Kalarey

কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি (২)
আমায় করে সে বঞ্চনা
সে যেন আমার কুঞ্জে আসেনা।
সখি গো…জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি
বাসী হইল ফুলের বিছানা
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি (২)
নিঠুর শ্যাম তো জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।

সখি গো…প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে
তোমরা কি জাইনাও জান না
সে যে বনে থাকে বেনু হাতে (২)
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।
Stream naživo