Breach

Apon

আমায় আলোর ভিতর ভরে রেখেছো
অনেক রং এর সাজ সেজে
কেনো হেসে খেলেছো
সময় আছে অনেক এসো
আমারই রং বরণ করো
আশা নিরাশার খেলা রেখে
আমায় তুমি আপন করো
আপন করো।।
সহানুভূতি দেখাও আমায়
ভেবে দেখেছো আমায়
খেয়াল এর আপডালে
কেনো তুমি রেখে দিয়েছো।।
সময় আছে অনেক এসো
আমারই রং বরণ করো
আশা নিরাশার খেলা রেখে
আমায় তুমি আপন করো
আশা নিরাশার খেলা রেখে
আমায় তুমি আপন করো
আপন করো।।
সময় আছে অনেক এসো
আমারই রং বরণ করো
নিরাশার খেলা রেখে
আমায় তুমি আপন করো
আপন করো।।
Stream naživo