Cactus

Blah Blah Blah

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
দেশাত্মবোধ মাইকে বাজে
ছেলেরা কেউ যায়নি কাজে
দাঁড়িয়ে যাও সব দাঁড়িয়ে যাও!

O B Van খোঁজে সব Breaking বার্তা
নিরাপত্তার Z মাত্রা
এসে পড়বে শোভাযাত্রা
নাড়িয়ে যাও, হাত নাড়িয়ে যাও!

বলবে কে উলঙ্গ শিশুর স্পর্ধায়
রাজা তোর কাপড় কোথায়
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি
আর প্রতিশ্রুতি চালাও
আর ব্লাহ ব্লাহ ব্লাহ
ব্লাহ ব্লাহ ব্লাহ!!

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজছে
Anarchy-র উৎসব রাজ্যে
তোষামদীদের সাহায্যে
রাজার জয় জয় হে

ইস্তেহারের মগজ ধোলাই
কথা না শুনলে পেশী ফোলাই
প্রতিবাদ মশালে দেশলাই
জ্বালবে কে, বল জ্বালবে কে

বলবে কে
Stream naživo