Cactus

Khudra Ami Tuchha Ami

আমায় ঘিরে আয়না শুধু,
শুধুই নিজের মুখ
নিজের কারাগারে বন্দি আমি,
গুমোট দুঃখ সুখ
আমায় ঘিরে আয়না শুধু,
শুধুই নিজের মুখ
নিজের কারাগারে বন্দি আমি,
গুমোট দুঃখ সুখ
ক্ষুদ্র আমি...
তুচ্ছ আমি...
মিথ্যে যত স্বাভিমান
আকাশ ভরা সূর্য তারা...
জাগাও জাগাও
আমারই গান
আমার অহং দেওয়াল তোলে,
আমার চারিপাশে
আমার দিগন্ত কুঞ্চিত হয়,
দিকচক্র হাসে
আমার অহং দেওয়াল তোলে,
আমার চারিপাশে
আমার দিগন্ত কুঞ্চিত হয়,
দিকচক্র হাসে
ক্ষুদ্র আমি...
তুচ্ছ আমি...
মিথ্যে যত স্বাভিমান
আকাশ ভরা সূর্য তারা...
জাগাও জাগাও
আমারই গান
Stream naživo