সে গিয়েছে বনে
গোপনে আনমনে
সে গাছের গায়ে নাম
অমলতাস
সে দিয়েছে পাড়ি
আসমানি রেলগাড়ি
সে দিয়েছে বুকের ছেড়া মেঘ
বোবা বাতাস
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
আধখানা আদরের ঘাটে
মুছে গেল সোহাগী মায়ার কাজল
ভেসে গেল অভাগী রাতের ফসল
মুছে গেল সোহাগী মায়ার কাজল
ভেসে গেল অভাগী রাতের ফসল
খসে গেল তারারা অফুরান
মুঠোর ধান
সে পেয়েছে ডানা
বিদেশি ঠিকানা
সে পেয়েছে ডানা
বিদেশি ঠিকানা
সে পেয়েছে বিষন্ন উড়াল
অলস ভায়
সে গেল ফেরীঘাটে
সুর্য্যি নামে পাটে
সে গেল ফেরীঘাটে
সূর্য্যি নামে পাটে
জল ছুঁয়ে বিকেল অপলক
কলস যায়
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
আধখানা আদরের ঘাটে
জামিউল যামী
গোপনে আনমনে
সে গাছের গায়ে নাম
অমলতাস
সে দিয়েছে পাড়ি
আসমানি রেলগাড়ি
সে দিয়েছে বুকের ছেড়া মেঘ
বোবা বাতাস
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
আধখানা আদরের ঘাটে
মুছে গেল সোহাগী মায়ার কাজল
ভেসে গেল অভাগী রাতের ফসল
মুছে গেল সোহাগী মায়ার কাজল
ভেসে গেল অভাগী রাতের ফসল
খসে গেল তারারা অফুরান
মুঠোর ধান
সে পেয়েছে ডানা
বিদেশি ঠিকানা
সে পেয়েছে ডানা
বিদেশি ঠিকানা
সে পেয়েছে বিষন্ন উড়াল
অলস ভায়
সে গেল ফেরীঘাটে
সুর্য্যি নামে পাটে
সে গেল ফেরীঘাটে
সূর্য্যি নামে পাটে
জল ছুঁয়ে বিকেল অপলক
কলস যায়
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
রাত্রি দাঁড়াল চৌকাঠে
একলা একাকী রাজপাটে
আধখানা আদরের ঘাটে
জামিউল যামী