Chandrabindoo

Dupurer Khamokha Kheyal

দুপুরের খামোখা খেয়াল
ভাঙ্গা গাছ পুরোনো দেয়াল
দুপুরের খামোখা খেয়াল
ভাঙ্গা গাছ পুরোনো দেয়াল
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়
ধুলো লাগা চেনা বই সব
হাতরায় কেনা শৈশব
ধুলো লাগা চেনা বই সব
ভালবাসে কেনা শৈশব
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইব না যে গান
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইব না যে গান
খুঁজে পাওয়া বই
রাত জাগা চোখ
আমি পড়বই
যন্ত্রণা হোক
খুঁজে পাওয়া বই
রাত জাগা চোখ
আমি পড়বই
যন্ত্রণা হোক
যন্ত্রণা হোক
কখনই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভাল থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
ভাল থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই
বৃষ্টির জলে ভেজা ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
বৃষ্টির জলে ধোওয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
এখনও কি ভুল করে তুই
একা একা ভাবব না কিছুই
এখনও কি ভুল করে তুই
একা একা ভাবব না কিছুই
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটিবার
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটিবার
আর একটিবার
একদিন গোধুলি আলোকে
খেলেছিল উদাসী বালকে
একদিন গোধুলি আলোকে
খেলেছিল উদাসী বালকে
সেদিনের সোনালি পালকে
সেদিনের সোনালি পালকে
সেদিনের সোনালি পালকে
সেদিনের সোনালি পালকে
Stream naživo