আলো চুপ অমনি তুমি রাজি
অপরূপ খেলবে ছায়াবাজি
কাপে হাত এই দেখোনা হরিণ
মধুরাত নিকষ অন্তরিন
রাগের পরে হাসো
আগের মতো রঙিন
আগেরই মতো বাসো
গোপন ইচ্ছেরা গুপ্তধন
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
নখে চাঁদ লাগছে অচেনা
বুকে ক্ষাত কেউতো জানবেনা
নোনা জল রঙ মেশাল শরম
মখমল কাঠবেরালি নরম
অমন করে নাকো
কমন কথা বাতিল
সমনজারি রাখো
ওষ্ঠে বিষ নাও বিস্ফোরণ
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
আলগা পাশ ফেরাল ঘাস
টেনশনে বিরহি কাতর
অন্ধকার ঘোড়সওয়ার স্পর্শ কোমল পাথর
কিছু টুপটাপ ছিল বাতাস
আর চুপচাপ চিৎ সাঁতার
লাগে দুখ
ভুল সুখ
ঝাড়ফুঁক
অন্ধ দৃষ্টির সম্মোহন
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
একমুখ নির্জনতা কালো
জাগোরুখ বরফ চাপা পালক
উড়ে যাক কাঁদলো যে ফুলেরা
পুড়ে খাক আঙুল আঙুলেরা
হাওয়ার মতো পাগল
চাওয়ার মতো অবুঝ
মায়ার মুখে আগল
কলংকের অলংকরণ
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
অপরূপ খেলবে ছায়াবাজি
কাপে হাত এই দেখোনা হরিণ
মধুরাত নিকষ অন্তরিন
রাগের পরে হাসো
আগের মতো রঙিন
আগেরই মতো বাসো
গোপন ইচ্ছেরা গুপ্তধন
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
নখে চাঁদ লাগছে অচেনা
বুকে ক্ষাত কেউতো জানবেনা
নোনা জল রঙ মেশাল শরম
মখমল কাঠবেরালি নরম
অমন করে নাকো
কমন কথা বাতিল
সমনজারি রাখো
ওষ্ঠে বিষ নাও বিস্ফোরণ
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
আলগা পাশ ফেরাল ঘাস
টেনশনে বিরহি কাতর
অন্ধকার ঘোড়সওয়ার স্পর্শ কোমল পাথর
কিছু টুপটাপ ছিল বাতাস
আর চুপচাপ চিৎ সাঁতার
লাগে দুখ
ভুল সুখ
ঝাড়ফুঁক
অন্ধ দৃষ্টির সম্মোহন
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
একমুখ নির্জনতা কালো
জাগোরুখ বরফ চাপা পালক
উড়ে যাক কাঁদলো যে ফুলেরা
পুড়ে খাক আঙুল আঙুলেরা
হাওয়ার মতো পাগল
চাওয়ার মতো অবুঝ
মায়ার মুখে আগল
কলংকের অলংকরণ
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত
তারায় তারায় তারায়
তারায় তারায় তারায়
ঝিলমিল রাত