Chandrabindoo

Jodi Bhabo Pabe Take

যদি ভাবো পাবে তাকে যদি ভাবো পাবে
স্বপ্নের মেয়েটিকে বাস্তবে তুমি
যদি ভাবো খাবে তার গালে চুমু খাবে
স্বপ্নের মেয়েটিকে বাসস্টপে তুমি
তবে ভুল তবে ভুল রূপকথা সমতুল
সেই কল্পনা অল্প না অসৎ বাছাধন
তুমি বড় বেশি চাও দেশি বুলি কপচাও
গুরু ছেড়ে দাও ফ্যান্টাসি নাচনকোঁদন

যদি ভাবো যাবে তুমি আমেরিকা যাবে
স্বপ্নের নগরীর রাস্তাতে তুমি
বারে লুম্পেন আর শ্যাম্পেন পাবে
অফিস টাইমে হবে "রাশ" তাতে তুমি
তবে বোকা তবে বোকা যেন স্রেফ শুঁয়োপোকা
হতে পারে প্রজাপতি আর মানুষ পারে না
যতো বুঁচি-ক্ষেদি নয় মন্দিরা বেদি
আর মাধুরী দীক্ষিতের প্রেমিক থাকেনা

তাই যেনো যেনো সুখ চায় শুধু মহা উজবুক
তুমি খুঁটে খুঁটে নিতে পারো আনন্দ কণা
যতোই থ্রি-এক্স আর যতোই ফ্রি-সেক্স গুরু
বাবারা যা পায়নি তা আমরা পাবো না!
Stream naživo