এই পৃথিবীর school এ বাবা মার ভুলে একদিন ভর্তি হলাম,
চোখ টা বুজে পেয়েছি বুঝে প্রেমিকা আমার গোলাম l
না না চুল সে বাঁধে না নাকে কাঁদে না সে আমার পাশবালিশ,
তার figure টা খাসা যেন lara bipasha গুরু সে আমার পাশবালিশ l
কোথা দিয়ে ছেলেবেলা আমায় গেল ফেলে,
বাবা গেল party আর মা চৈত্র sale এ,
হামাগুড়ি দিয়ে দেখি আয়া টা ও গেছে ভেগে,
একলা ঘরে তে বসে, ভয়ে তে মুখ ফ্যাকাশে,
কি হল যে দ্রুত বেগে,
প্যান্টু ভিজে করব কি যে হাসছে পাশবালিশ
এই যে দোস্তি কিছু অসস্তি সবেতেই পাশবালিশ l
Darling pillow চার আনা কিলো কি দারুণ পাশবালিশ
আমারই লজ্জা শেখালো বজ্জাত বখাটে পাশবালিশ,
কলেজে class কেটে আমি কেটেছি ছক,
মেয়ে গুলো চোখে ধুলো আমকে দেখাল বক
বন্ধুরা বার খায় আমিও খাই খানিক
আমারই কপাল ফুটো, জলে গেল চিঠি দুটো
ডুবলো titanic
বাড়িতে এসে বুকেতে ঠেসে ধরেছি পাশবালিশ,
এটুকু torture এ বিনা খরচার পাশবালিশ,
তার figure টা চাবুক mallika tabu নায়িকা পাশবালিশ,
প্রিয়তমা pillow আহা কি দিল বেচারি পাশবালিশ l
একরাতে মাকু হাতে আমিও ছাদনাতলা
সং সার এ puncture ছলা কলা কাঁচকলা
পত্নী কে পেত্নী দেখি বাইফোকালে দৃষ্টি ভ্রমে
তাছাড়া cricket দেখি, একদিন কি হল একি,
ছুটি remote হাতে nurshing হোমে এ
মেরেছি ছয় run হয়েছে সন্তান কেঁদে সে করছে নালিশ,
তার জননী হওয়া রয়েছে আয়া আর আছে সেই পাশবালিশ
বাবা ও খোকা common প্রেমিকা দুজনে পাশবালিশ
দ্বিতীয় বিশ্ব আদতে নিঃস্ব গতি সেই পাশবালিশll
...
tanmoy.c
চোখ টা বুজে পেয়েছি বুঝে প্রেমিকা আমার গোলাম l
না না চুল সে বাঁধে না নাকে কাঁদে না সে আমার পাশবালিশ,
তার figure টা খাসা যেন lara bipasha গুরু সে আমার পাশবালিশ l
কোথা দিয়ে ছেলেবেলা আমায় গেল ফেলে,
বাবা গেল party আর মা চৈত্র sale এ,
হামাগুড়ি দিয়ে দেখি আয়া টা ও গেছে ভেগে,
একলা ঘরে তে বসে, ভয়ে তে মুখ ফ্যাকাশে,
কি হল যে দ্রুত বেগে,
প্যান্টু ভিজে করব কি যে হাসছে পাশবালিশ
এই যে দোস্তি কিছু অসস্তি সবেতেই পাশবালিশ l
Darling pillow চার আনা কিলো কি দারুণ পাশবালিশ
আমারই লজ্জা শেখালো বজ্জাত বখাটে পাশবালিশ,
কলেজে class কেটে আমি কেটেছি ছক,
মেয়ে গুলো চোখে ধুলো আমকে দেখাল বক
বন্ধুরা বার খায় আমিও খাই খানিক
আমারই কপাল ফুটো, জলে গেল চিঠি দুটো
ডুবলো titanic
বাড়িতে এসে বুকেতে ঠেসে ধরেছি পাশবালিশ,
এটুকু torture এ বিনা খরচার পাশবালিশ,
তার figure টা চাবুক mallika tabu নায়িকা পাশবালিশ,
প্রিয়তমা pillow আহা কি দিল বেচারি পাশবালিশ l
একরাতে মাকু হাতে আমিও ছাদনাতলা
সং সার এ puncture ছলা কলা কাঁচকলা
পত্নী কে পেত্নী দেখি বাইফোকালে দৃষ্টি ভ্রমে
তাছাড়া cricket দেখি, একদিন কি হল একি,
ছুটি remote হাতে nurshing হোমে এ
মেরেছি ছয় run হয়েছে সন্তান কেঁদে সে করছে নালিশ,
তার জননী হওয়া রয়েছে আয়া আর আছে সেই পাশবালিশ
বাবা ও খোকা common প্রেমিকা দুজনে পাশবালিশ
দ্বিতীয় বিশ্ব আদতে নিঃস্ব গতি সেই পাশবালিশll
...
tanmoy.c