Epitaph

Oporichita

রহস্যের গহিনে, প্রতিনিয়ত তোমায়
সৃষ্টি করি এক নতুন রূপে
ক্ষণে ক্ষণে বদলাও, অচেনা মুখশে জন্ম নাও
নিরুত্তর প্রশ্ন হয়ে
আপনের সংগা ভুলে, পরের হাতে বিকশিত হও
আবেগের পেখম ছড়িয়ে, পরকে আপন করে নাও

আলাপ অভিমানে, বন্দি কর বিপরীত স্বত্তাকে
সরলতার কারাগারে
যদিবা কেউ হেরে যায়, তোমার কাছে
হয় অশ্রুতে, নাহয় দেহের ভাজে
পবিত্র ভালবাসা, নিজ হাতে মাটি চাপা দাও
আচল পেতে স্বার্থের আশায়, ঘৃনার তিক্ত সমুদ্র নাও।

তবে কিবা পাবে এ অগ্নিশিখা কে, কখনো নেভাতে হবে
তাজা ফুলের মত, পাপড়ি গুলো দিনশেষে ঝরে যাবে
মধ্যমনি হবার লোভে কেন পরিবেশিত হও?
নিজের ভুলেই নিজে নিজের মাঝে নিজে হারাও!

কে তুমি অপরিচিতা?
কি তোমার পরিচয়?
চোখের পলকে দ্বিধা,
চোখের পলকে অভিনয়।