Quincy Jones

(The Verb To Be)

চাকরি টা আমি পেয়ে গেছি বেলা শুনছো,
এখন আর কেও আটকাতে পারবে না।
সমন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পার,
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না।

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি,
আর মাত্র কয়েকটা মাস ব্যাস,
স্টার্টিং এই ওরা ১১০০ দেবে,
৩মাস পরে কনফার্ম,
চুপ করে বেলা কছু বলছো না,

এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
মিটারে যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার,

সপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি,
এতদিন ধরে এত অপেক্ষার,
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দি দুজনে
রুদ্ধশ্বাস ক---ত প্রতিক্ষার

আর কিছুদিন তারপর বেলা মুক্তি,
কসবার ওই নীল দেয়ালের ঘর,
সাদা কালো ওই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নীল সুংসার,

এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
মিটারে যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার,

চুপকরে কেন একি বেলা তুমি কাদচ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি,
কান্নাকাটি হল্লাহাটির সময় গেছে পেরিয়ে,
হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি...?

চুপকরে কেন একি বেলা তুমি কাদচ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি,
কান্নাকাটি হল্লাহাটির সময় গেছে পেরিয়ে,
হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি...?

হ্যালো 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
দশবারোবার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে

হ্যালো 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে
মিটারে যাচ্ছে বেড়ে
এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার,

হ্যালো 2441139
হ্যালো 2441139
2441139
2441139
Stream naživo