Bangla

Paap punner kotha ami karey shudhai

পাপ-পুণ্যের কথা আমি কারে বা শুধাই ।
এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই ।।
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহু পতি ধরে
এই দেশেতে হলে পরে
ব্যভিচারী দণ্ড হয় ।।
শূকর গরু দুইটি পশু
খাইতে বলেছেন যীশু
তবে কেন মুসলমান হিন্দু
পিছেতে হটায় ।।
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
সূক্ষ্ম জ্ঞানের বিচার করে
পাপপুণ্যের নাই বালাই ।।
পাপ হলে ভবে আসি
পুণ্য হলে স্বর্গবাসী
লালন বলে নমি উর্বশী
নিত্য নিত্য তার প্রমান পাই ।।