Cactus

Harte Parina

স্বপ্নের বিছানাতে আমার লক্ষ্য যাচ্ছে ঘেঁটে
দেয়ালে ছায়ামূর্তি রোগা-মোটা-লম্বা-বেটে
চিনতে পারিনা . চিনতে পারিনা .
চিনতে পারিনা . চিনতে পারিনা .

শত পণ্যের মাঝে বিপন্নতা যাচ্ছে সয়ে
নিরাপত্তা বিকোচ্ছে আপোষের বিনিময়ে
কিনতে পারিনা . কিনতে পারিনা .
কিনতে পারিনা . কিনতে পারিনা .

কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।

হারিনা, যুদ্ধে হারিনা
আমি হারিনা, যুদ্ধে হারিনা।

চলছে চলবে আমার অভিযান
মস্তিষ্কে ঘুরছে পথ গানের ভ্রুণ
হৃদয়ে অবিরত রক্ত স্নান
আর সুপ্ত বোমার সলতে-তে আগুন

পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!

আমি হারিনা, যুদ্ধে হারিনা
আমি হারিনা, হারতে পারিনা ।

ওওওওও কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
কুকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি
প্রলোভনের ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।

পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন
নিভে যেতেও পারে আস্ত সূর্য টা
জ্বলে থাকবে আত্মসম্মান!
পুড়ে যাক হতাশা স্বাধিনতা-এ
সুরে বেজে ওঠে সব কথা, হোক গা.আআআআ.ন...